Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

কালেব স্বাক্ষী বহমান প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য মন্ডিত ইতিহাস প্রসিদ্ধ বলেশ্বর নদীর তীরে গড়ে উঠা ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদটি ভান্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহি মডেল ও কাল প্ররিক্রমায় ইতিহাস ও ঐতিহ্যে একটি অতুলনীয় জনপদ হিসাবে ইউনিয়নের নাম এর নাম বরাবরই বিদ্যমান। উহাহরন স্বরুপ- শিক্ষা, সংস্কৃতি, খেলাদুলা, সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও আইনের সু- সাশন সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজো ও সমুজ্জ্বল। বাংলাদেশের দক্ষিন অঞ্চলে এ ইউনিয়ন থেকে স্কুল, জেনারেলকলেজ , নুরানী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, এতিমখান, মাদ্রাসা, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার জ্যোতি ছড়াচ্ছে। এ অমস্নান ঐতিহ্যই ২নং নদমূলা ইউনিয়নকে কে ঐতিহাসিক করে রেখেছে।